কলকাতায় সিইও দফতরের সামনে তুমুল অশান্তি
কলকাতা, ৪ ডিসেম্বর (হি.স.): বৃহস্পতিবার এসআইআর আবহে সিইও দফতরের সামনে বিক্ষোভ দেখায় ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে শ্লোগান দেয় বিক্ষোভকারীরা। তৃণমূলপন্থী বিএলও-দের এই বিক্ষোভে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। দফতরের ব
কলকাতায় সিইও দফতরের সামনে তুমুল অশান্তি


কলকাতা, ৪ ডিসেম্বর (হি.স.): বৃহস্পতিবার এসআইআর আবহে সিইও দফতরের সামনে বিক্ষোভ দেখায় ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে শ্লোগান দেয় বিক্ষোভকারীরা। তৃণমূলপন্থী বিএলও-দের এই বিক্ষোভে দফায় দফায় উত্তেজনা ছড়ায়।

দফতরের বাইরে আগে থেকেই মোতায়েন ছিল পুলিশ। তাদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীদের একাংশ। মৃত বিএলওদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের দাবি তোলে বিক্ষোভকারীরা। পাশাপাশি মৃতদের পরিবারকে একটা চাকরি দেওয়ার দাবিও তোলে তারা।

মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে এলাকায় দফায় দফায় শ্লোগানে এদিন উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। এসআইআর-এর প্রতিবাদে সোচ্চার হয় প্রতিবাদীরা। দফতর অভিযান করার কথা আগেই জানানো হয়েছিল তাদের পক্ষ থেকে। দফতরে স্মারকলিপি দিতে গিয়ে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখায় তারা।

কয়েক দিন ধরেই সিইও দফতরের সামনে অবস্থান চালাচ্ছে তৃণমূলপন্থী সংগঠন ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’। সোমবারের পরে বৃহস্পতিবার আবার উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা। সকাল থেকে দফতরের সামনে বসে স্লোগান দিচ্ছিলেন বিক্ষোভকারীরা। হাতে ছিল প্ল্যাকার্ড। তাতে লেখা ছিল, বিএলও-দের উপরে জোর করে ডেটা এন্ট্রির কাজ চাপিয়ে দেওয়া হয়েছে। এই কাজ চাপানো চলবে না। এসআইআরের কাজ চলাকালীন রাজ্যে বেশ কয়েক জন বিএলও-র মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande