নয়ডা পুলিশের তৎপরতায় ৭৪ কেজি গাঁজা সহ গ্রেফতার দুই
নয়ডা, ৪ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের নয়ডা পুলিশের তৎপরতায় দুই পৃথক এলাকা থেকে গ্রেফতার দুই মাদক পাচারকারী । সঙ্গে উদ্ধার হয়েছে মোট ৭৪ কিলোগ্রাম মাদক (গাঁজা) । বৃহস্পতিবার এক পুলিশ আধিকারিক জানান, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে পুলিশ ঝুন
নয়ডা পুলিশের তৎপরতায় দুই পৃথক এলাকা গ্রেফতার দুই মাদক পাচারকারী


নয়ডা, ৪ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের নয়ডা পুলিশের তৎপরতায় দুই পৃথক এলাকা থেকে গ্রেফতার দুই মাদক পাচারকারী । সঙ্গে উদ্ধার হয়েছে মোট ৭৪ কিলোগ্রাম মাদক (গাঁজা) ।

বৃহস্পতিবার এক পুলিশ আধিকারিক জানান, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে পুলিশ ঝুন্ডপুরা সীমান্তের কাছে টহল দেওয়ার সময় এক রিকশা চালকের কাছ থেকে উদ্ধার করে ৬৪ কেজি মাদক ( গাঁজা )। ধৃত ব্যক্তির নাম নেতাই সরকার । প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে ধৃত ব্যক্তি পশ্চিমবঙ্গ থেকে মাদক নিয়ে অন্য রাজ্যে পাচার করত ।

অন্য একটি মামলায় বৃহস্পতিবার সকালে গ্রেফতার হয় আরও এক মাদক পাচারকারী । ধৃতের নাম মোহাম্মদ ইমরান । পুলিশের তল্লাশিতে তার কাছ থেকে উদ্ধার হয় ১০ কেজি মাদক ( গাঁজা )। যার বাজার মূল্য আনুমানিক প্রায় ৩০ লক্ষ টাকা । দুটি ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande