
গুরুগ্রাম, ৪ ডিসেম্বর (হি.স.) : হরিয়ানার গুরুগ্রাম জেলায় গাড়ি ও সাইকেলের সংঘর্ষে দুর্ঘটনায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ডিএলএফ ফেজ ২-এর আকাশ নিম মার্গের কাছে ঘটনাটি ঘটেছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃত ব্যাক্তির নাম অমিতাভ (৫৮)। তিনি ডিএলএফ ফেজ ২-এর বোগান ভিলা রোডের বাসিন্দা। তিনি পেশায় ব্যবসায়ী। বৃহস্পতিবার সকালে ডিএলএফ ফেজ ২-এর আকাশ নিম মার্গের কাছে তাঁকে একটি গাড়ি ধাক্কা দেয়। গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করেে হাসপাতালে পাঠায় । সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতের পরিবারকে জানিয়েছে। এছাড়া ঘটনাটির একটি সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে। পরিবারের তরফে জানানো হয়েছে , যে দুর্ঘটনার বিষয়ে কাউকে সন্দেহ করে না। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন