পরপর দুদিন বাগডোগরা থেকে বেঙ্গালুরুগামী বিমান বাতিলের ঘটনায় ক্ষুব্ধ যাত্রীরা
বাগডোগরা, ৪ ডিসেম্বর (হি. স.) : পরপর দুদিন একই বিমান বাতিল হ‌ওয়ায় চরম ভোগান্তি। বাগডোগরা বিমানবন্দর থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগো বিমান বাতিল হওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন যাত্রীরা। জানা গিয়েছে, বিমানটি বুধবার দুপুর ১২.৩০ এ উড়ানের কথা থাকলেও যাত্রীদের
পরপর দুদিন বাগডোগরা থেকে বেঙ্গালুরুগামী বিমান বাতিলের ঘটনায় ক্ষুব্ধ যাত্রীরা


বাগডোগরা, ৪ ডিসেম্বর (হি. স.) : পরপর দুদিন একই বিমান বাতিল হ‌ওয়ায় চরম ভোগান্তি। বাগডোগরা বিমানবন্দর থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগো বিমান বাতিল হওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন যাত্রীরা।

জানা গিয়েছে, বিমানটি বুধবার দুপুর ১২.৩০ এ উড়ানের কথা থাকলেও যাত্রীদের বোর্ডিং সম্পূর্ণ হওয়ার পর হঠাৎই বিমানটি বাতিল ঘোষণা করা হয়। পরে যাত্রীদের জন্য আজকের নতুন তারিখে টিকিট ইস্যু করা হলেও এদিন সকালে যাত্রীরা যখন বিমানবন্দরে পৌঁছান, তখন ফের জানানো হয় আজকের বিমানটিও বাতিল করা হয়েছে।

এরপর যাত্রীদের ৬ তারিখের টিকিট দেওয়া হচ্ছে বা রিফান্ডের প্রস্তাব দেওয়া হয়। তবে অভিযোগ, রিফান্ড নেওয়ার ক্ষেত্রে মোটা অংকের ক্যান্সেলেশন চার্জ কেটে নেওয়া হচ্ছে। যাত্রীদের অভিযোগ, কেউ চিকিৎসার জন্য, কেউ গুরুত্বপূর্ণ চাকরির ইন্টারভিউ দিতে বেঙ্গালুরু যাচ্ছিলেন। কিন্তু বারংবার বিমান বাতিল হওয়ায় তাঁরা চরম সমস্যায় পড়েছেন।

বিমান বারবার বাতিল হওয়ার কারণ সম্পর্কে পরিষ্কার কোনও ব্যাখ্যা দিচ্ছে না বিমানবন্দর কর্তৃপক্ষ এমনই অভিযোগ যাত্রীদের। এই বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে কোনও বক্তব্য জানা যায়নি।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande