দেওরিয়ায় পুলিশের তৎপরতায় গ্রেফতার সাইবার অপরাধচক্রের মূল অভিযুক্ত
দেওরিয়া, ৪ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের দেওরিয়ায় পুলিশের তৎপরতায় বৃহস্পতিবার গ্রেফতার সাইবার অপরাধচক্রের মূল অভিযুক্ত । ধৃতের নাম তেজ নারায়ণ সিং। সঙ্গে উদ্ধার হয়েছে ৬টি সিম বক্স, ৬টি ওয়াই-ফাই রাউটার, ৪৩টি বড় এবং ১৬৯টি ছোট অ্যান্টেনা, ২১৯
দেওরিয়ায় পুলিশের তৎপরতায়  গ্রেফতার সাইবার অপরাধচক্রের মূল অভিযুক্ত


দেওরিয়া, ৪ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের দেওরিয়ায় পুলিশের তৎপরতায় বৃহস্পতিবার গ্রেফতার সাইবার অপরাধচক্রের মূল অভিযুক্ত । ধৃতের নাম তেজ নারায়ণ সিং। সঙ্গে উদ্ধার হয়েছে ৬টি সিম বক্স, ৬টি ওয়াই-ফাই রাউটার, ৪৩টি বড় এবং ১৬৯টি ছোট অ্যান্টেনা, ২১৯টি বিএসএনএল সিম, বেশ কয়েকটি কেবল, ২টি ল্যাপটপ, ৩টি মোবাইল ফোন, ২টি ব্যাংক পাসবুক, ৯টি চেকবুক, ১১টি এটিএম কার্ড সহ অন্যান্য সরঞ্জাম ।

এদিন এক পুলিশ আধিকারিক জানান, পুলিশের কাছে আসা খবরের উপর ভিত্তি করে এলাকায় তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় অভিযুক্ত তেজ নারায়ণ সিং কে । প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে অভিযুক্ত তেজ নারায়ণ সিং মরিশাসে ২০১৫ থেকে ২০২২ পর্যন্ত ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করার সময় দুই বাংলাদেশীর সঙ্গে আলাপ হয়। তাদের নাম আদিল আহমেদ এবং সমীর । তাদের থেকেই সে শেখে কীভাবে অবৈধ সিমকার্ডের মাধ্যমে আন্তর্জাতিক ফোনকলকে স্থানীয় কলে রূপান্তর করতে হয় । সে এও জানায়, সমীর তাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি লিঙ্ক এবং আইডি-পাসওয়ার্ড পাঠাত । লিঙ্কে লগ ইন করার পর, সিম বক্সে থাকা সমস্ত সিম কার্ডগুলি সক্রিয় হয়ে উঠত এবং আন্তর্জাতিক কলগুলি স্থানীয় কলে রূপান্তরিত হত । ঘটনায় আরও কোনও ব্যক্তি যুক্ত রয়েছে কিনা, সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande