
কলকাতা, ৪ ডিসেম্বর (হি.স.): এসআইআর-এর কাজ প্রায় শেষ পর্যায়ে। এনুমারেশন আবেদনপত্র নথিভূক্তিকরণে ত্রুটি থাকার আশঙ্কা থাকছেই। সেই কারণে বিএলওদের জন্য অ্যাপে এবার ‘রোল ব্যাক’-এর সুযোগ আনল কমিশন।
তবে বেঁধে দেওয়া হয়েছে শর্ত। যে বুথে মৃত বা স্থানান্তরিত ভোটারের সংখ্যা ৫০ জনের কম, সেখানকার বিএলওরাই পাবেন এই সুযোগ।
অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, মৃতদের নাম বাদ, যাদের ভোটার কার্ড বদল হয়েছে তাঁদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। সেই কারণেই এবার বিএলও অ্যাপে যুক্ত করা হল 'রোল ব্যাক'-এর সুযোগ। এর ফলে আপলোডের পরও যদি কোনও সমস্যা থেকে থাকে তা সংশোধন করা যাবে।
যদিও যে বুথে মৃত বা স্থানান্তরিত ভোটারের সংখ্যা ৫০ জনের কম, সেখানকার বিএলওরাই পাবেন এই সুযোগ। সকলে এই সুযোগ পাবেন না।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত