এসআইআর, মুখ্যমন্ত্রীর বিধানসভাতেই অসংগৃহীত ফর্মের সংখ্যা ৪০ হাজারের ওপর
কলকাতা, ৪ ডিসেম্বর, (হি.স.): মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন কেন্দ্র তথা ভবানীপুর বিধানসভায় বৃহস্পতিবার সকালে অসংগৃহীত ফর্মের সংখ্যা ছিল ৪১,৪৯৫। মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর সূত্রে এ খবর জানা গিয়েছে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নিবিড়
এসআইআর, মুখ্যমন্ত্রীর বিধানসভাতেই  অসংগৃহীত ফর্মের সংখ্যা ৪০ হাজারের ওপর


কলকাতা, ৪ ডিসেম্বর, (হি.স.): মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন কেন্দ্র তথা ভবানীপুর বিধানসভায় বৃহস্পতিবার সকালে অসংগৃহীত ফর্মের সংখ্যা ছিল ৪১,৪৯৫। মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর সূত্রে এ খবর জানা গিয়েছে।

পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর-এর প্রক্রিয়া অনেকটাই এগিয়ে গিয়েছে। ডিজিটাইজেশনের কাজও এগোচ্ছে পুরোদমে। তবে ভবানীপুরের তুলনায় ফিরহাদ হাকিমের বিধানসভা কলকাতা বন্দরে অসংগৃহীত এনুমারেশন আবেদনপত্রর সংখ্যা আরও বেশি। সেখানে বর্তমানে ভোটার সংখ্যা ২ লক্ষ ৪৩ হাজার। অসংগৃহীত আবেদনপত্রর

সংখ্যা সেখানে প্রায় সাড়ে ৫২ হাজার।

ভবানীপুর বিধানসভায় মোট ভোটারের সংখ্যা ২,০৬,২৯৫। এর মধ্যে ১,৫৭,৫২১টি আবেদনপত্র ডিজিটাইজড হয়ে গেছে। অর্থাৎ ডিজিটাইজড হয়েছে ৭৬.৩৬ শতাংশ আবেদনপত্র। কিন্তু ৪১,৪৯৫ টি আবেদনপত্র এখনও জমা পড়েনি (ফর্ম আনকালেক্টেবল) । যা মোট ভোটাদাতার ২০.১১ শতাংশ।

এদিন পর্যন্ত কমিশনের দফতরে যে তথ্য এসেছে তাতে কলকাতা উত্তরে বর্তমান ভোটার তালিকার ৯ শতাংশই মৃত। এখানে মোট ভোটার ১৫, ০৬, ৩৩৯ জন। তার মধ্যে ২২.৯৭ শতাংশ ভোটারের এনুমারেশন আবেদনপত্র

বৃহস্পতিবার সকাল পর্যন্ত জমা পড়েনি। সংখ্যায় তা প্রায় সাড়ে ৩ লক্ষ (৩,৪৬,০৫৯)। এর মধ্যে মৃত ভোটার রয়েছে ১ লক্ষ ৭ হাজার ৫৯১। যা মোট ভোটারের ৭.১৪% শতাংশ।

গোটা কলকাতাতেই অসংগৃহীত এনুমারেশনআ বেদনপত্রর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেশি। এর মধ্যে রয়েছে মৃত ভোটার, দুই জায়গায় নাম লেখানো ভোটার, যে ভোটার পাকাপাকি ভাবে অন্যত্র চলে গেছে, যাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না বা অন্যান্য কারণে ভোটারকে পাওয়া যায়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande