ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু পাচারকারীর
নয়ারহাট, ৪ ডিসেম্বর (হি. স.) : কোচবিহারের মাথাভাঙ্গা-১ এর অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তে ফের সক্রিয় হয়ে উঠেছে পাচারকারীরা। বুধবার গভীর রাতে বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের চেনাকাটা এলাকায় কাঁটাতারের বেড়া টপকে এক বাংলাদেশি পাচারের চেষ্টা করে বলে অভিযো
ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু পাচারকারীর


নয়ারহাট, ৪ ডিসেম্বর (হি. স.) : কোচবিহারের মাথাভাঙ্গা-১ এর অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তে ফের সক্রিয় হয়ে উঠেছে পাচারকারীরা। বুধবার গভীর রাতে বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের চেনাকাটা এলাকায় কাঁটাতারের বেড়া টপকে এক বাংলাদেশি পাচারের চেষ্টা করে বলে অভিযোগ। জানা গিয়েছে, কর্তব্যরত বিএসএফ জওয়ান তাতে বাধা দিলে পালটা আক্রমণের চেষ্টা করে মহম্মদ সবুজ হাসান নামে (৩০) ওই যুবক। সেইসময় বিএসএফ গুলি চালাতে বাধ্য হয়। বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছে ওই যুবকের। সে বাংলাদেশের পাটগ্রামের বাসিন্দা ছিল বলে জানিয়েছে পুলিশ।

সূত্রের খবর, বুধবার রাত আড়াইটা নাগাদ বাংলাদেশের দিক থেকে ওই পাচারকারী কাঁটাতারের বেড়া টপকে কিছু পাচারের চেষ্টা করছিল। বিষয়টি জওয়ানদের নজরে পড়ে। বিএসএফ তাতে বাধা দেয়। ওই পাচারকারী পালটা বিএসএফের ওপর হামলা চালানোর চেষ্টা করে বলে অভিযোগ। আত্মরক্ষার্থে বিএসএফ গুলি ছুড়লে গুরুতর জখম হয় সে। তাকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।

বিএসএফের তরফে এবিষয়ে কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় মুখোপাধ্যায় বলেন, ‘বিএসএফের তরফে একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।’

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande