
নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.) : আইনি নির্দেশ উপেক্ষা করে মন্দারমণি সমুদ্র সৈকতে পরিবেশবিধি ভঙ্গ করা হচ্ছে বলে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ উঠল। অবৈধ রিসর্ট না ভাঙার অভিযোগও উঠেছে রাজ্যের বিরুদ্ধে।
বৃহস্পতিবার বিজেপি-র পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় পরিবেশ উন্নয়ন মন্ত্রকের বিস্ফোরক স্বীকারোক্তিতে এই অভিযোগ করে।
এদিন রাজ্য বিজেপি-র মিডিয়া গ্রুপে এ কথা জানিয়ে লেখা হয়, ০২/০৫/২০২২ জাতীয় পরিবেশ আদালত (এনজিটি) একটা যৌথ কমিটি গঠনের নির্দেশ দেয়। ঠিক হয়েছিল জাতীয় উপকূল অঞ্চল ব্যবস্থাপনা পর্ষদের (কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি), পশ্চিমবঙ্গ উপকূল অঞ্চল ব্যবস্থাপনা পর্ষদের, জাতীয় ও পশ্চিমবঙ্গের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রতিনিধি এবং পূর্ব মেদিনীপুরের জেলা শাসক সেটির সদস্য হবে। নির্দেশ দেওয়া হবে যে মন্দারমণিতে উন্নয়নের জন্য যেসব এলাকা নিষিদ্ধ, সেখানে কিংবা প্রয়োজনীয় নথি ছাড়া যে হোটেল, রিসর্ট এবং রেস্তোঁরা চালানো হচ্ছে, তাদের যেন অবিলম্বে ভেঙে তাদের ওপর উপযুক্ত জরিমানা ধার্য করা হয়। সেই টাকা দিয়ে সমুদ্র সৈকতকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে ব্যবহার করা হবে।
কিন্তু ২ বছর পরেও আইনি মারপ্যাঁচের সহায়তায় অবৈধ ভাবে বানানো রিসর্টগুলিকে রেখে দেওয়া হয়েছে। ভাঙাই হয়নি!
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত