‘চক্রান্ত করে সাসপেন্ড করা হয়েছে’, পাল্টা কটাক্ষ হুমায়ুনের
মুর্শিদাবাদ, ৪ ডিসেম্বর (হি.স.) : “আমাকে চক্রান্ত করে সাসপেন্ড করা হয়েছে। ৬ তারিখের কর্মসূচি অপরিবর্তিত থাকছে।’’ তাঁকে দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত প্রসঙ্গে বৃহস্পতিবার হুমায়ুন কবীরের এটাই ছিল বক্তব্য। এদিন হুমায়ুন বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভাস
হুমায়ুন কবীর


মুর্শিদাবাদ, ৪ ডিসেম্বর (হি.স.) : “আমাকে চক্রান্ত করে সাসপেন্ড করা হয়েছে। ৬ তারিখের কর্মসূচি অপরিবর্তিত থাকছে।’’ তাঁকে দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত প্রসঙ্গে বৃহস্পতিবার হুমায়ুন কবীরের এটাই ছিল বক্তব্য।

এদিন হুমায়ুন বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভাস্থলে থাকাকালীন তাঁর সাসপেনশনের কথা জানতে পারেন। সঙ্গে সঙ্গে সভাস্থল থেকে বেরিয়ে আসেন তিনি। দলের ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি এখনও কোনও চিঠি পাইনি। সঠিক না জেনে কোনও মন্তব্য করব না। অপেক্ষা করুন, অনেক কিছু বলার আছে।’’ সঙ্গে জুড়ে দেন, ‘‘আগামিকাল শুক্রবার কিংবা সোমবার বিধায়কপদ থেকে ইস্তফা দেব।” কখনও বলেন, “কালই ইস্তফা দেব।”

কলকাতার সাংবাদিক বৈঠকে এদিন ফিরহাদ বলেন, ‘‘কেউ কোনও মসজিদ তৈরি করতেই পারেন। তবে সেই ঘটনায় যেন কোনও সাম্প্রদায়িক উস্কানি না থাকে। আমিও চেতলা এলাকার একটি মসজিদের মুতওয়াল্লি। সেই বিষয় নিয়ে কারও কোনও আপত্তি নেই, নেই কোনও সাম্প্রদায়িক উস্কানি। কিন্তু একটি মসজিদ নির্মাণের কথা বলে যে ভাবে ধর্মীয় ভাবাবেগকে উস্কানি দেওয়া হচ্ছে, তা আমাদের মতো রাজনৈতিক দলের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।’’ এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হুমায়ুন বলেন, “ববিদার কথার জবাব দেব না।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande