
মুর্শিদাবাদ, ৪ ডিসেম্বর, (হি.স.):
বহরমপুরের সভা থেকে বিধায়ককে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি হুমায়ুনের নাম না করেও মমতার তোপ, “একটা ধান পচে গেলে সরিয়ে দিতে হয়। নাহলে বাকিগুলো পচে যায়।”
মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কারও নামোল্লেখ করেননি। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ থেকে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, নাম না করে হুমায়ুন কবীরকেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বহরমপুরে সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে হুমায়ুনকে ‘গদ্দার’ বলে তোপ দাগেন। মঞ্চ থেকে তাঁকে রীতিমতো তুলোধোনা করলেন মমতা। বলেন, “কিছু পোকামাকড় থাকবেই। তাদের সরিয়ে দিলে দেশ, রাজ্য চলবে, সব চলবে।” নিজের মন্তব্যে মমতা বুঝিয়ে দিলেন, হুমায়ুনকে সাসপেন্ডের কোনও প্রভাব পড়বে না আসন্ন নির্বাচনে।
প্রসঙ্গত, কয়েকদিন ধরেই জেলার রাজনীতিতে উত্তেজনার কেন্দ্রে হুমায়ুন কবীর। ৬ ডিসেম্বর মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদ’ তৈরির ঘোষণা ঘিরে বিতর্ক দানা বাঁধে। দলের তরফে একাধিকবার সতর্ক করা হলেও সিদ্ধান্ত বদলাতে রাজি হননি তিনি। ফলত বৃহস্পতিবার সকালেই তৃণমূল কংগ্রেস তাঁকে সাসপেন্ড করে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত