ব্যান্ডেল-কাটোয়া সেকশনের একাংশে ট্রেন চলাচলে সাময়িক নিয়ন্ত্রণ
কলকাতা, ৪ ডিসেম্বর, (হি.স.): পূর্ব রেলের ব্যান্ডেল-কাটোয়া সেকশনে ধাত্রীগ্রাম ও সমুদ্রগড় স্টেশনের মধ্যে আপ লাইনে ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্য ০৫.১২.২০২৫ তারিখে ১৮০ মিনিট (০২:০৫ ঘন্টা থেকে ০৫:০৫ ঘন্টা পর্যন্ত) ট্র্যাফিক এবং পাওয়ার ব্লকের পরিকল্পনা
ব্যান্ডেল-কাটোয়া সেকশনের একাংশে ট্রেন চলাচলে সাময়িক নিয়ন্ত্রণ


কলকাতা, ৪ ডিসেম্বর, (হি.স.): পূর্ব রেলের ব্যান্ডেল-কাটোয়া সেকশনে ধাত্রীগ্রাম ও সমুদ্রগড় স্টেশনের মধ্যে আপ লাইনে ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্য ০৫.১২.২০২৫ তারিখে ১৮০ মিনিট (০২:০৫ ঘন্টা থেকে ০৫:০৫ ঘন্টা পর্যন্ত) ট্র্যাফিক এবং পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে।

ফলে ৩৭৭৪১/৩৭৭৪২ ব্যান্ডেল-কাটোয়া-বান্ডেল ইএমইউ লোকাল ০৫.১২.২০২৫ তারিখে বাতিল থাকবে। এছাড়াও, হাওড়া বিভাগের খানা স্টেশনে নন-ইন্টারলকিং ৬৩৫৫০ অন্ডাল-বর্ধমান মেমু ০৬.১২.২০২৫ এবং ০৭.১২.২০২৫ তারিখে বাতিল থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande