তেরে ইশক মে : ষষ্ঠ দিনে আয় ৬.৭৫ কোটি টাকা
মুম্বই, ৪ ডিসেম্বর (হি.স.) : অভিনেত্রী কৃতি শ্যাননের সাফল্যের তালিকায় আরও একটি পালক যোগ হল। আনন্দ এল. রাই পরিচালিত রোমান্টিক–অ্যাকশন ছবি ‘তেরে ইশক মে’ মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পাচ্ছে। কৃতি–ধনুশ জুটির নতুন রসায়ন নজর কেড়েছে সি
তেরে ইশক মে : ষষ্ঠ দিনে আয় ৬.৭৫ কোটি টাকা


মুম্বই, ৪ ডিসেম্বর (হি.স.) : অভিনেত্রী কৃতি শ্যাননের সাফল্যের তালিকায় আরও একটি পালক যোগ হল। আনন্দ এল. রাই পরিচালিত রোমান্টিক–অ্যাকশন ছবি ‘তেরে ইশক মে’ মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পাচ্ছে। কৃতি–ধনুশ জুটির নতুন রসায়ন নজর কেড়েছে সিনেপ্রেমীদের এবং সোশ্যাল মিডিয়াতেও তাদের অন-স্ক্রিন উপস্থিতি নিয়ে প্রশংসা থামছে না।

বৃহস্পতিবার

বক্স অফিস সূত্রে জানা গেছে, মুক্তির ষষ্ঠ দিনে ছবিটি আয় করেছে ৬.৭৫ কোটি টাকা। ‘তেরে ইশক মে’-র মোট ব্যবসা দাঁড়িয়েছে ৭৯.৭৫ কোটি টাকায়।

দেশের পাশাপাশি বিদেশেও ছবিটি সমান সাড়া ফেলেছে। মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বব্যাপী ১০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলেছে সিনেমাটি।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande