
কলকাতা, ৪ ডিসেম্বর (হি. স.): কলকাতার শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠান লরেটো কলেজে শুরু হল বার্ষিক কলেজ ফেস্ট সমাগম ২০২৫ । ৪ ও ৫ ডিসেম্বর, দুদিনব্যাপী তাদের এই বহু প্রতীক্ষিত বার্ষিক উৎসবে শহরের ৫০টিরও বেশি কলেজের অংশগ্রহণে একত্রিত হতে চলেছে সৃজনশীলতা এবং আন্তঃকলেজ প্রতিযোগিতার উচ্ছ্বাস।
এ বছরের থিম ‘সোল অব দ্য স্ট্রিটস’, যা কলকাতার অলিগলির প্রাণস্পন্দন, সংস্কৃতি ও ছন্দকে মাথায় রেখে পরিকল্পনা করা হয়েছে। শহরের নানান অজানা গল্প ও অবহেলিত কণ্ঠস্বর তুলে ধরাই এই থিমের লক্ষ্য।
বিতর্ক, সৃজনশীল লেখা, কুইজ, প্রতিযোগিতা, সাংবাদিকতার বিভিন্ন বিষয় থেকে শুরু করে নৃত্য, নাটক, ফ্যাশন শো ও সঙ্গীতানুষ্ঠান—'সমাগম ২০২৫' সাজানো হয়েছে মেধা, শিল্প, আধুনিকতা ও ঐতিহ্যের এক বৈচিত্র্যময় মেলবন্ধনে। পাশাপাশি থাকছে ক্রীড়া প্রতিযোগিতা, যার মধ্যে উল্লেখযোগ্য আন্তঃকলেজ বাস্কেটবল টুর্নামেন্ট।
৪ ডিসেম্বর ফেস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবারের প্রধান অতিথি বিশিষ্ট নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্কর। তিনি তাঁর বক্তব্যে বারবার তুলে ধরেন নারীদের নেতৃত্বদানের সহজাত ক্ষমতার কথা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের টিচার ইন চার্জ সিস্টার ডঃ এ নির্মলা, সিস্টার পাওলিন, ও আইকিউএসি কো - অর্ডিনেটর ডঃ অমৃতা দাশগুপ্ত। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা নানান অনুষ্ঠানের বিচারকের ভূমিকায় উপস্থিত থাকছেন এই দুদিন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য