
শিমলা, ৪ ডিসেম্বর (হি.স.) : সম্প্রতি আবহাওয়ায় বদল এসেছে হিমাচল প্রদেশে। বৃহস্পতিবার থেকে শিমলা সহ রাজ্যের বেশ কিছু অঞ্চলে সকাল থেকেই রয়েছে মেঘলা আকাশ।
এদিন আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে , শুক্রবার পাহাড়ি অঞ্চলে হতে পারে বৃষ্টি ও তুষারপাত । তবে সমতল অঞ্চলে আবহাওয়ায় কোনও বড় পরিবর্তন আসার সম্ভাবনা নেই আপাতত । আরও জানা যায়, ৭ ডিসেম্বর উচ্চ পার্বত্য অঞ্চলে হতে পারে তুষারপাত ।
বৃহস্পতিবার লাহৌল-স্পিতির তাওয়াতে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৭.৪ ডিগ্রি সেলসিয়াস, কুকুমসেরি মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াস, কেলং মাইনাস ৩.৪ ডিগ্রি সেলসিয়াস এবং কিন্নৌরের কল্পায় মাইনাস ০.৬ ডিগ্রি সেলসিয়াস । শিমলায় সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছায় ৬.৮ ডিগ্রি সেলসিয়াস, সুন্দরনগরের তাপমাত্রা ২.২ডিগ্রি সেলসিয়াস, ভুন্টারে ১.৮ ডিগ্রি সেলসিয়াস, ধর্মশালায় ৫.৮ ডিগ্রি সেলসিয়াস, উনাতে ৫.৮ ডিগ্রি সেলসিয়াস, নাহানে ৯.১ ডিগ্রি সেলসিয়াস, পালামপুরে ৪ ডিগ্রি সেলসিয়াস, সোলান ও মানালিতে ২.৩ ডিগ্রি সেলসিয়াস, কাংড়ায় ৪.৩ ডিগ্রি সেলসিয়াস, মান্ডিতে ৪.৬ ডিগ্রি সেলসিয়াস, বিলাসপুরে ৬.৯ ডিগ্রি সেলসিয়াস, হামিরপুরে ৪.১ ডিগ্রি সেলসিয়াস, নারকান্দায় ৩.৪ ডিগ্রি সেলসিয়াস, রেকং পিওতে ২.৪ ডিগ্রি সেলসিয়াস, সেওবাগে ০.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সারাহানে তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক