আন্তর্জাতিক চিতা দিবসে কুনোতে আরও তিন চিতা
ভোপাল, ৪ ডিসেম্বর (হি.স.): বৃহস্পতিবার আন্তর্জাতিক চিতা দিবস। এদিন মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে খোলা জঙ্গলে ছাড়া হল স্ত্রী চিতা ‘বীর’ ও তার দুই শাবককে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব। তিনি প্রকাশ করেন কুনো–২০২৬ ক্যালেন্ডার ও
আন্তর্জাতিক চিতা দিবসে কুনোতে তিন চিতার মুক্তি


ভোপাল, ৪ ডিসেম্বর (হি.স.): বৃহস্পতিবার আন্তর্জাতিক চিতা দিবস। এদিন মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে খোলা জঙ্গলে ছাড়া হল স্ত্রী চিতা ‘বীর’ ও তার দুই শাবককে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব। তিনি প্রকাশ করেন কুনো–২০২৬ ক্যালেন্ডার ও চিতা ব্যবস্থাপনার ম্যানুয়াল।

২০২২ সালে প্রধানমন্ত্রী মোদীর উদ্যোগে শুরু হওয়া চিতা প্রকল্পে এখন কুনো ও গান্ধী সাগরে চিতার সংখ্যা ৩২। গত তিন বছরে পাঁচ স্ত্রী চিতা ছ’টি শাবকের জন্ম দিয়েছে।

আন্তর্জাতিক চিতা দিবসের উদ্দেশ্য হল চিতা সংরক্ষণ ও চোরাশিকারের বিরুদ্ধে সচেতনতা বাড়ানো। কুনোর সাম্প্রতিক অগ্রগতি সেই বৈশ্বিক প্রচেষ্টাকেই এগিয়ে নিচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande