
শিমলা, ৪ ডিসেম্বর (হি.স.) : দুটি পৃথক মাদক পাচারের মামলায় হিমাচল প্রদেশের শিমলায় গ্রেফতার তিন মাদক পাচারকারী । দুটি মামলাতেই পুলিশ উদ্ধার করেছে মোট ১২.১২ গ্রাম মাদক।
বৃহস্পতিবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় পুলিশের একটি দল বিকাশ নগরে টহল দেওয়ার সময় দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশির পর উদ্ধার হয় মাদক । ধৃতরা হামিরপুরের বাসিন্দা অভিষেক শর্মা (২২) এবং কিন্নৌরের বাসিন্দা অবন্তিকা নেগি (১৯)।
দ্বিতীয় ঘটনাটি ঘটেছে ধালি থানার অন্তর্গত এলাকায়। বৃহস্পতিবার তালাই জিরো পয়েন্টের কাছে টহল দেওয়ার সময় পুলিশের হাতে গ্রেফতার আরও এক মাদক পাচারকারী । ধৃতের নাম কুলদীপ কুমার (৩৯) । শিমলার বাসিন্দা । পুলিশ তার কাছ থেকে উদ্ধার করেছে মাদক ( হেরোইন) । দুটি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক