বৃহস্পতিবার দুই বঙ্গেই শুষ্ক আবহাওয়া
কলকাতা, ৪ ডিসেম্বর (হি.স.): বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি ভোরের দিকে কুয়াশার দাপট। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৬ এবং ১৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। আপাতত কোনও নিম্নচাপের প্রভাব নেই দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের জ
Weather


কলকাতা, ৪ ডিসেম্বর (হি.স.): বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি ভোরের দিকে কুয়াশার দাপট। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৬ এবং ১৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। আপাতত কোনও নিম্নচাপের প্রভাব নেই দক্ষিণবঙ্গে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ অনেকটাই কমেছে। সকালের দিকে কুয়াশার চাদরে ঢাকছে। বেলা বাড়তেই রোদের দেখা মিলছে। ‌আকাশ মূলত শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টি হবে না। হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা রয়েছে। শীত জাঁকিয়ে না পড়লেও কলকাতা-সহ বিভিন্ন জেলায় কুয়াশার দাপট রয়েছে । তবে, এ জন্য আলাদা করে সতর্কতা জারি করেনি আবহাওয়া দফতর। তবে বেশ কিছু জেলায় দৃশ্যমানতা নেমে আসতে পারে ২০০ মিটারের কাছাকাছি।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঠান্ডা পড়েছে। আবহাওয়া শুষ্ক থাকবে| সপ্তাহের শেষে তাপমাত্রা আরও নামবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুর এবং মালদা-সহ সব জেলায় কমবেশি কুয়াশা থাকবে। আংশিক মেঘলা আকাশও দেখতে পাওয়া যাবে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande