উদয়পুর জেলা কারাগারে অ্যাম্বুলেন্স দিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ
উদয়পুর (ত্রিপুরা), ৪ ডিসেম্বর (হি.স.) : দীর্ঘ প্রতীক্ষার অবসান। বহু বছর ধরে গোমতী জেলার উদয়পুর জেলা কারাগারে একটি অ্যাম্বুলেন্স প্রদান করার দাবি জানিয়ে আসছিলেন জেল কর্তৃপক্ষ। অবশেষে সেই দাবি পূরণ হল। বিধায়ক তহবিলের অর্থ থেকে ৯ লক্ষ ৪৬ হাজার ৪৩০ ট
অ্যাম্বুলেন্সের চাবি দিলেন অর্থমন্ত্রী


উদয়পুর (ত্রিপুরা), ৪ ডিসেম্বর (হি.স.) : দীর্ঘ প্রতীক্ষার অবসান। বহু বছর ধরে গোমতী জেলার উদয়পুর জেলা কারাগারে একটি অ্যাম্বুলেন্স প্রদান করার দাবি জানিয়ে আসছিলেন জেল কর্তৃপক্ষ। অবশেষে সেই দাবি পূরণ হল। বিধায়ক তহবিলের অর্থ থেকে ৯ লক্ষ ৪৬ হাজার ৪৩০ টাকা ব্যয়ে উদয়পুর জেলা কারাগারে একটি নতুন অ্যাম্বুলেন্স প্রদান করা হয়।

বৃহস্পতিবার বিকেলে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আনুষ্ঠানিকভাবে এই অ্যাম্বুলেন্সটি জেল কর্তৃপক্ষের কাছে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়পুর মহকুমা শাসক ও জেলা কারাগারের সুপারিনটেনডেন্ট এ.ডি.পি. সরকার, বিশিষ্ট সমাজসেবী সবিতা নাগ, সানি সাহা এবং জেলের আধিকারিক অরিন্দম দাশ।

জানা গেছে, এতদিন কারাগারে কোনও আবাসিক অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যেতে পুলিশের গাড়ির উপর নির্ভর করতে হত। অনেক সময় গাড়ি বিলম্বে পৌঁছনোর কারণে চিকিৎসা শুরু করতে গুরুত্বপূর্ণ সময় নষ্ট হত। নতুন অ্যাম্বুলেন্সটি চালু হওয়ায় এ ধরনের সমস্যা আর থাকবে না বলে আশা প্রকাশ করেছেন জেল কর্তৃপক্ষ।

অ্যাম্বুলেন্সটি মূলত কারাগারে আবাসিকদের জরুরি চিকিৎসা পরিষেবার কাজে ব্যবহার করা হবে। কর্তৃপক্ষের মতে, এতে কারাগারের স্বাস্থ্য পরিষেবা আরও কার্যকর ও দ্রুত হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande