
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ৪ ডিসেম্বর (হি.স.) : খোয়াই জেলার তেলিয়ামুড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় নেশাজাতীয় দ্রব্য পাচার রুখতে তেলিয়ামুড়া থানার পুলিশের সফল অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে রেলস্টেশন চত্বরে এক মহিলাকে সন্দেহজনক অবস্থায় আটক করে পুলিশ।
তল্লাশিতে ওই মহিলার কাছ থেকে আনুমানিক সাত লক্ষাধিক টাকার ব্রাউন সুগার উদ্ধার হয়েছে বলে জানান তদন্তকারী আধিকারিকরা। পুলিশ সূত্রের দাবি, অভিযুক্ত মহিলাকে আইনগত প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ যুক্ত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
রেলস্টেশন এলাকায় মাদকসহ মহিলার গ্রেফতারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, নেশাজাতীয় দ্রব্য পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ