গোকুলনগরে এনডিআরএফ ব্যাটেলিয়ন পরিদর্শনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু
আগরতলা, ৪ ডিসেম্বর (হি.স.) : রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বৃহস্পতিবার সকালে গোকুলনগরের আরআরসি আগরতলা এনডিআরএফ-এর প্রথম ব্যাটেলিয়ন কার্যালয় পরিদর্শন করেন। সেখানে পৌঁছালে ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট এইচ.পি. সিং কান্ডারি রাজ্যপালকে এনডিআরএফ-এর দায়
এনডিআরএফ বাহিনীর সাথে রাজ্যপাল


আগরতলা, ৪ ডিসেম্বর (হি.স.) : রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বৃহস্পতিবার সকালে গোকুলনগরের আরআরসি আগরতলা এনডিআরএফ-এর প্রথম ব্যাটেলিয়ন কার্যালয় পরিদর্শন করেন। সেখানে পৌঁছালে ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট এইচ.পি. সিং কান্ডারি রাজ্যপালকে এনডিআরএফ-এর দায়িত্ব, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ, উদ্ধার কার্যক্রম এবং প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে বিস্তারিতভাবে অবহিত করেন।

রাজ্যপাল ব্যাটেলিয়নের অফিস, বিভিন্ন শাখা, রেসকিউ ব্যারাক রুমসহ পুরো পরিকাঠামো পরিদর্শন করেন। পাশাপাশি বিপর্যয়কালে ত্রাণ ও উদ্ধারকাজে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জাম পরীক্ষাও করেন। সংশ্লিষ্ট আধিকারিকরা প্রতিটি যন্ত্রপাতির ব্যবহার ও কার্যকারিতা সম্পর্কে রাজ্যপালকে বর্ণনা করেন।

মতবিনিময় সভায় রাজ্যপাল বলেন, বিপর্যয়-প্রবণ অঞ্চলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এনডিআরএফকে এ বিষয়ে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

পরিদর্শনকালে সিপাহীজলা জেলার জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল এবং জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মা উপস্থিত ছিলেন। লোকভবন থেকে জানানো হয়েছে, রাজ্যপালের এই পরিদর্শন এনডিআরএফ-এর কার্যক্ষমতা আরও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande