
কৈলাসহর (ত্রিপুরা), ৪ ডিসেম্বর (হি.স.) : নাবালিকা অপহরণ ও পাশবিক নির্যাতন মামলায় দোষী সাব্যস্ত আরিদ আলীকে ২০ বছরের কঠোর কারাদণ্ড ও জরিমানার নির্দেশ দিলেন ঊনকোটি জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তথা স্পেশাল জজ অমরেন্দ্র কুমার সিং।
শ্রীনাথপুর পঞ্চায়েতের ১৫ বছরের নাবালিকাকে অপহরণ ও নির্মম নির্যাতনের অভিযোগেই এই রায় ঘোষণা করা হয়েছে।
ঘটনাটি ঘটে ২০২২ সালের ২৫ অক্টোবর। মামলায় মোট ১৩ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। দীর্ঘ তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষে আদালত অপরাধ প্রমাণিত হওয়ায় এই শাস্তি প্রদান করে।
সরকার পক্ষের আইনজীবী জানান, এই রায় সমাজের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা—নাবালিকার ওপর যেকোনও ধরনের অপরাধে কোনও ছাড় নেই এবং কঠোর শাস্তি অনিবার্য।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ