উত্তর-পূর্বের উপজাতি শিক্ষার্থীদের বৃত্তিতে ১০০ শতাংশ কেন্দ্রীয় অর্থায়নের দাবি সংসদে তুললেন সাংসদ বিপ্লব
আগরতলা, ৪ ডিসেম্বর (হি.স.) : উত্তর-পূর্ব রাজ্যগুলির সীমিত রাজস্ব আয়ের বিষয়টি মাথায় রেখে এই অঞ্চলের উপজাতি শিক্ষার্থীদের জন্য প্রি-ম্যাট্রিক ও ম্যাট্রিক-পরবর্তী বৃত্তি সম্পূর্ণরূপে কেন্দ্রীয়ভাবে অর্থায়নের দাবি সংসদে তুললেন ত্রিপুরার সাংসদ বিপ্লব কু
সাংসদ বিপ্লব কুমার দেব


আগরতলা, ৪ ডিসেম্বর (হি.স.) : উত্তর-পূর্ব রাজ্যগুলির সীমিত রাজস্ব আয়ের বিষয়টি মাথায় রেখে এই অঞ্চলের উপজাতি শিক্ষার্থীদের জন্য প্রি-ম্যাট্রিক ও ম্যাট্রিক-পরবর্তী বৃত্তি সম্পূর্ণরূপে কেন্দ্রীয়ভাবে অর্থায়নের দাবি সংসদে তুললেন ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেব।

সাংসদ বিপ্লব কুমার দেব জানান, আর্থিকভাবে দুর্বল উত্তর-পূর্ব রাজ্যগুলির পক্ষে বৃত্তি প্রকল্পে সামান্য অংশীদারিত্বও বহন করা কঠিন হয়ে পড়ে। তাই উপজাতি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অগ্রগতির স্বার্থে কেন্দ্রকে ১০০ শতাংশ ব্যয়ভার নেয়ার আহ্বান জানান তিনি।

এদিন তিনি আরও উল্লেখ করেন, ২০১৯-২০ অর্থবর্ষের পর থেকে বৃত্তির পরিমাণ বৃদ্ধি করা হয়নি। পাঁচ বছর পরে বরাদ্দ পুনর্বিবেচনা বা বৃদ্ধি করার কোনও পদক্ষেপ সরকারের আছে কি না, সে বিষয়ে কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী জুয়াল ওরামের কাছে প্রশ্ন রাখেন তিনি।

উত্তরে মন্ত্রী জুয়াল ওরাম জানান, মোট পাঁচ ধরণের বৃত্তি প্রকল্পের মধ্যে তিনটি সম্পূর্ণ কেন্দ্রীয় প্রকল্প—যেখানে ব্যয়ভার ১০০ শতাংশ কেন্দ্রীয় সরকার বহন করে। বাকি দুটি প্রকল্পে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে তহবিলের অনুপাত ৭৫:২৫ হলেও উত্তর-পূর্ব রাজ্যগুলির জন্য এটি ৯০:১০। অর্থাৎ কেন্দ্র ৯০ শতাংশ এবং রাজ্য ১০ শতাংশ বহন করবে।

মন্ত্রী আরও বলেন, উত্তর-পূর্বের জন্য ১০০ শতাংশ কেন্দ্রীয় তহবিলের দাবি ভবিষ্যতে আলোচনার বিষয় হতে পারে, তবে বর্তমানে এ ধরনের কোনও পরিবর্তনের বিধান নেই। রাজ্যগুলিকে তাদের নির্ধারিত অংশ অব্যাহতভাবে বহন করতে হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande