
আগরতলা, ৪ ডিসেম্বর (হি.স.) : নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজিতে বৃহস্পতিবার শুরু হল ত্রিপুরা এনসিসি ফেস্ট । অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। ছাত্রছাত্রী ও ক্যাডেটদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “এনসিসি শুধু একটি কোর্স নয়, এটি শৃঙ্খলাপরায়ণ জীবন গঠনের দিশা দেখায়। দেশভক্তি, সমাজসেবার মানসিকতা এবং সত্যনিষ্ঠা শেখায়।”
মুখ্যমন্ত্রী জানান, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় দেশপ্রেম অপরিহার্য। ছাত্রজীবন থেকেই দেশগঠনের পাঠ অর্জন করলে ভবিষ্যতে যুবসমাজ জাতির প্রয়োজনে যেকোন কাজে এগিয়ে আসতে পারে। তিনি আরও বলেন, একাগ্রতা ও পরিশ্রম যেকোন শিক্ষার মূলভিত্তি এবং দক্ষতা অর্জনের প্রধান ধাপ।
এনসিসি ক্যাডেটদের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, অতীতে তাদের প্রতি সরকারি সহায়তা সীমিত থাকলেও বর্তমানে নানা দিক থেকে সহায়তা বাড়ানো হয়েছে এবং ভবিষ্যতে আরও কীভাবে সুবিধা দেওয়া যায়, তা খতিয়ে দেখা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা দফতরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, এনসিসি নর্থ ইস্ট গ্রুপের ডিরেক্টর ব্রিগেডিয়ার কে.জি. সিং, গ্রুপ কমান্ডার আনন্দ রাজ সিং-সহ এনসিসি–এর অন্যান্য আধিকারিকরা।
এদিন মুখ্যমন্ত্রী দিল্লিতে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ত্রিপুরার এনসিসি ক্যাডেটদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেন। পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রীসহ অতিথিরা বিভিন্ন প্রদর্শনী মণ্ডপ পরিদর্শন করেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ