
আগরতলা, ৪ ডিসেম্বর (হি.স.) : বিজেপি সরকারের প্রবর্তিত নতুন শ্রম আইন শ্রমিকদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দাবি করলেন ত্রিপুরার শ্রমমন্ত্রী টিংকু রায়। বৃহস্পতিবার আগরতলায় বিজেপি রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জানান, আধুনিক প্রয়োজনের ভিত্তিতে শ্রম আইনগুলিকে একীভূত ও সরলীকরণ করা হয়েছে, যা শ্রমিকদের জন্য একাধিক সুবিধা নিশ্চিত করবে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান দাস এবং বিজেপির রাজ্য মিডিয়া ইনচার্জ সুনিত সরকার। সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী টিংকু রায় বলেন, ব্রিটিশ আমলের খণ্ডিত শ্রম আইনগুলিকে যুগোপযোগী করে নতুন কাঠামো তৈরি করা হয়েছে, যা সমান কাজের জন্য সমান বেতনের নীতি কার্যকরভাবে নিশ্চিত করবে। পুরুষ ও মহিলা শ্রমিকদের মধ্যে বৈষম্য দূর করার পাশাপাশি এটি বিভিন্ন শ্রেণীর শ্রমিকদের সমতা প্রদান করবে বলেও তিনি উল্লেখ করেন।
টিংকু রায় অভিযোগ করেন, বামপন্থী সংগঠনগুলি নতুন শ্রম আইন নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে। তিনি বলেন, “নতুন আইনে শ্রমিকদের সুরক্ষা, অধিকারের নিশ্চয়তা এবং মজুরি সংক্রান্ত নিরাপত্তা আরও জোরদার হয়েছে। প্রক্রিয়াগুলি আগের তুলনায় অনেক সরল এবং স্বচ্ছ।”
মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের শ্রম ব্যবস্থাকে “ইন্সপেক্টর রাজ” থেকে মুক্ত করে একটি সহযোগিতামূলক ব্যবস্থার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে কর্মকর্তারা শাস্তিমূলক নয়, বরং সহায়তামূলক ভূমিকা পালন করবেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নতুন শ্রম আইন শ্রমিক কল্যাণের প্রতি সরকারের অঙ্গীকারের প্রতিফলন। বাম সংগঠনগুলির সমালোচনাকে ‘ভিত্তিহীন প্রচারণা’ বলে অভিহিত করে তিনি দাবি করেন, বাস্তবে নতুন আইন শ্রমিকদেরই বেশি সুবিধা দেবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ