
চুড়াইবাড়ি (ত্রিপুরা), ৪ ডিসেম্বর (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি থানা এলাকার সেইলটেক্স বাইপাস সংলগ্ন এলাকায় ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত হলেন বহিঃরাজ্যের পাইপলাইনের কন্ট্রাক্টর। ঘটনার পরেই ডাম্পারটি ফেলে পালিয়ে যায় চালক। বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ ঘটে এই দুর্ঘটনা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, অসম-আগরতলা জাতীয় সড়কে গ্যাসের পাইপ লাইনের কাজ চলাকালীন জ্যামের কারণে বিহারের মধুবনী জেলার ভেলি গ্রামের বাসিন্দা শ্যাম দাস (৩৮) সড়কের উপর দাঁড়িয়ে ছিলেন। সেই সময় সেখানে দাঁড়িয়ে থাকা টিআর০১এটি১৮২১ নম্বরের একটি ডাম্পার হঠাৎ পিছনে ব্যাক করতে গিয়ে সজোরে তাঁকে ধাক্কা দেয়। ধাক্কার পর ডাম্পারের চাকা তাঁর কোমরের উপর দিয়ে উঠে যায়। ফলে তাঁর কোমর ভেঙে গুরুতর জখম হন তিনি।
ঘটনার পর স্থানীয়রা প্রেমতলা দমকল কর্মীদের খবর দিলে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত শ্যাম দাসকে উদ্ধার করে প্রথমে কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য শিলচরে স্থানান্তরিত করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন শ্রমিকরা।
শ্যাম দাস বর্তমানে শিলচর থেকে আগরতলা পর্যন্ত গ্যাসের পাইপ লাইনের বিস্তারের কাজে নিয়োজিত শিবশক্তি কনস্ট্রাকশন সংস্থার কন্ট্রাক্টর।
অপরদিকে দুর্ঘটনার পর ডাম্পারের চালক গাড়িটি ফেলে পালিয়ে যায় বলেও পুলিশ জানিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে চুড়াইবাড়ি থানার পুলিশ।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ