রামনগর বিদ্যালয়ে এনএসএস-এর সাত দিনের বিশেষ শিবিরের সূচনা
আগরতলা, ৪ ডিসেম্বর (হি.স.) : উন্নত ভারতের দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে রামনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় সেবা প্রকল্পের (এনএসএস) উদ্যোগে সাত দিনের একটি বিশেষ অনুষ্ঠানের সূচনা হয়েছে। সমাজসেবা, সচেতনতা বৃদ্ধি ও সম্প্রদায় উন্নয়নে শিক্ষার্থী ও স্ব
এনএসএস শিবির


আগরতলা, ৪ ডিসেম্বর (হি.স.) : উন্নত ভারতের দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে রামনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় সেবা প্রকল্পের (এনএসএস) উদ্যোগে সাত দিনের একটি বিশেষ অনুষ্ঠানের সূচনা হয়েছে। সমাজসেবা, সচেতনতা বৃদ্ধি ও সম্প্রদায় উন্নয়নে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র এনএসএস স্বেচ্ছাসেবকদের সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন। তিনি বলেন, “এনএসএস তরুণ প্রজন্মের মধ্যে দায়িত্ববোধ জাগিয়ে তোলে এবং সমাজের প্রতি কর্তব্যবোধকে আরও শক্তিশালী করে।”

এনএসএস পরিচালিত এই সাতদিনের কর্মসূচিতে সামাজিক সচেতনতা, নাগরিক দায়িত্ববোধ, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও উন্নয়নমূলক উদ্যোগসহ বিভিন্ন কার্যক্রমের আয়োজন থাকবে। বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই কর্মসূচি শিক্ষার্থীদের ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande