খোয়াই সীমান্তে দুই যুবক আটক, উদ্ধার নেশাজাতীয় সামগ্রী
খোয়াই (ত্রিপুরা), ৪ ডিসেম্বর (হি.স.) : খোয়াই জেলার উত্তর দুর্গানগর সীমান্তবর্তী এলাকায় সাদা পোশাকের পুলিশ ও বিএসএফ-এর যৌথ অভিযানে দু’জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল চারটা নাগাদ সংঘটিত এই বিশেষ অভিযানে রাহুল মিয়া এবং সবুজ মিয়া নামে দুই ব্যক্তি
ত্রিপুরা পুলিশ


খোয়াই (ত্রিপুরা), ৪ ডিসেম্বর (হি.স.) : খোয়াই জেলার উত্তর দুর্গানগর সীমান্তবর্তী এলাকায় সাদা পোশাকের পুলিশ ও বিএসএফ-এর যৌথ অভিযানে দু’জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল চারটা নাগাদ সংঘটিত এই বিশেষ অভিযানে রাহুল মিয়া এবং সবুজ মিয়া নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।

অভিযানকারী দল তাদের হেফাজত থেকে প্রচুর পরিমাণ নেশাজাতীয় সামগ্রী জব্দ করে। ধৃতদের পরে খোয়াই থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সীমান্ত এলাকা ব্যবহার করে নেশা সামগ্রীর পাচারচক্র সক্রিয় ছিল। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চায়নি।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande