আগরতলায় শুরু হল দুই দিনের রাজ্যভিত্তিক যুব উৎসব
আগরতলা, ৪ ডিসেম্বর (হি.স.) : নজরুল কলাক্ষেত্রের অডিটোরিয়ামে বৃহস্পতিবার শুরু হল দুই দিনব্যাপী ত্রিপুরা রাজ্যভিত্তিক যুব উৎসব। অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরার যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, যুব উৎসব হল তরুণ সমাজ
আগরতলায় যুব উৎসব


আগরতলা, ৪ ডিসেম্বর (হি.স.) : নজরুল কলাক্ষেত্রের অডিটোরিয়ামে বৃহস্পতিবার শুরু হল দুই দিনব্যাপী ত্রিপুরা রাজ্যভিত্তিক যুব উৎসব। অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরার যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, যুব উৎসব হল তরুণ সমাজের প্রতিভা বিকাশের এক গুরুত্বপূর্ণ মঞ্চ। শুধু নাচ-গান নয়, বরং আত্মনির্ভরতা, আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা গড়ে তোলার ক্ষেত্র হিসেবেও এই উৎসব বিশেষ ভূমিকা পালন করে।

মন্ত্রী টিংকু রায় জানান, এবছর জাতীয় যুব উৎসবের প্রধান ভাবনা—‘বিকশিত ভারত ইয়ং ডায়লগ’। এর লক্ষ্য তরুণদের ক্ষমতায়ণ করা এবং ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারতের স্বপ্ন পূরণে তাদের ভূমিকা আরও সুদৃঢ় করা। তিনি আশা প্রকাশ করেন, রাজ্যের প্রতিভাবান যুবক-যুবতীরা জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রেও সাফল্যের মাধ্যমে ত্রিপুরার সুনাম বাড়াবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, যুব বিষয়ক ও ক্রীড়া দফতরের সচিব ডঃ পি কে চক্রবর্তী, দফতরের অধিকর্তা এল ডার্লংসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

উৎসবের প্রথম দিনে রাজ্যের ৮ জেলার লোকশিল্পীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। নজরুল কলাক্ষেত্র প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিজ্ঞানমেলাও। আগামীকাল লোকনৃত্য, ছবি আঁকা, তাৎক্ষণিক বক্তৃতা, কবিতা ও গল্প লেখার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই রাজ্যভিত্তিক যুব উৎসবে প্রতিটি জেলা থেকে ৪০ জন করে মোট ৩২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande