শুক্রবার রাজস্থান হাইকোর্টে বোমা হামলার হুমকি ঘিরে আতঙ্ক
জয়পুর, ৫ ডিসেম্বর (হি.স.) : শুক্রবার সকালে রেজিস্ট্রারের সরকারি আইডিতে আসে বোমা–হুমকি দিয়ে ই-মেল। মুহূর্তের মধ্যে খালি করা হয় রাজস্থান হাইকোর্ট চত্বর। স্থগিত রাখা হয় সব মামলার শুনানি। চারদিকে রয়েছে কড়া নিরাপত্তা। এদিন বোমা হুমকির খবর মিলতেই
রাজস্থান হাইকোর্টে বোমা হুমকি


জয়পুর, ৫ ডিসেম্বর (হি.স.) : শুক্রবার সকালে রেজিস্ট্রারের সরকারি আইডিতে আসে বোমা–হুমকি দিয়ে ই-মেল। মুহূর্তের মধ্যে খালি করা হয় রাজস্থান হাইকোর্ট চত্বর। স্থগিত রাখা হয় সব মামলার শুনানি। চারদিকে রয়েছে কড়া নিরাপত্তা।

এদিন বোমা হুমকির খবর মিলতেই পুলিশ, বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড আদালত চত্বরে তল্লাশি অভিযান শুরু করে। এখনও কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। হাইকোর্টের আশপাশে যানবাহন ও মানুষের প্রবেশে নিয়ে চলছে কড়া নজরদারি ।

ইতিমধ্যেই সাইবার টিম ই-মেলের উৎস, আইপি অ্যাড্রেস ও হুমকির পেছনের যোগসূত্র খতিয়ে দেখছে। প্রশাসন সূত্রে জানা গেছে হুমকি মেল পাওয়ার পরই কর্মী ও সাধারণ মানুষকে তৎক্ষণাৎ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে, তবে বাড়তি নিরাপত্তা কর্মী মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার আজমের দরগাহ শরিফ একই ধরনের বোমা–হুমকি এসেছিল, যা পরে ভুয়ো প্রমাণিত হয়। ৩১ অক্টোবরও রাজস্থান হাইকোর্ট (জয়পুর ) -এ মেল-হুমকি আসায় খালি করা হয়েছিল, যদিও সেদিনও কিছু মেলেনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande