আগামী বছরে এক লক্ষ গ্রামকে বাল্যবিবাহ-মুক্ত করার অঙ্গীকার এক বেসরকারি সংস্থার
কলকাতা, ৫ ডিসেম্বর (হি.স.): ভারতকে ২০৩০ সালের মধ্যে বাল্যবিবাহ-মুক্ত করার লক্ষ্যে পদক্ষেপ জাস্ট রাইটস ফর চিলড্রেন (জে আর সি) এর| আগামী এক বছরের মধ্যে এক লক্ষ গ্রামকে বাল্যবিবাহ-মুক্ত করার জন্য একটি অভিযানের কথা ঘোষণা করেছে তারা। এগুলোর মধ্যে পশ্চিম
বাল্যবিবাহ-মুক্ত


কলকাতা, ৫ ডিসেম্বর (হি.স.): ভারতকে ২০৩০ সালের মধ্যে বাল্যবিবাহ-মুক্ত করার লক্ষ্যে পদক্ষেপ জাস্ট রাইটস ফর চিলড্রেন (জে আর সি) এর| আগামী এক বছরের মধ্যে এক লক্ষ গ্রামকে বাল্যবিবাহ-মুক্ত করার জন্য একটি অভিযানের কথা ঘোষণা করেছে তারা। এগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের ২৩টি জেলার গ্রামগুলোকে বিশেষ তত্ত্বাবধানের জন্য নির্বাচিত করা হয়েছে। এই ঘোষণা ভারতের সরকারের ‘বাল্যবিবাহ মুক্ত ভারত’ অভিযানের প্রথম বার্ষিকীর সঙ্গে সংগতিপূর্ণ|

আগামী বছরের জন্য জেআরসি-র রোডম্যাপ তুলে ধরে জাস্ট রাইটস ফর চিলড্রেন-এর প্রতিষ্ঠাতা ভূবন রিভু বলেন, “বাল্যবিবাহ-মুক্ত ভারত গড়তে কমিউনিটি গ্রুপ, ধর্মীয় নেতা, পঞ্চায়েত ও নাগরিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের বাল্যবিবাহ মুক্ত ভারত অভিযান বিশ্বে একটি আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এটি শিশুদের প্রতি এই অপরাধমূলক কর্মকান্ড বন্ধে আমাদের সম্মিলিত কাজেরও এক উদযাপন। বিগত বছরে এক লক্ষেরও বেশি বাল্যবিবাহ আটকানো হয়েছে, যা প্রমাণ করে যে সমাজ একসাথে এগিয়ে এলে পরিবর্তন অবশ্যম্ভাবী। আগামী বছরে আমরা একসাথে এক লক্ষ গ্রামকে বাল্যবিবাহ-মুক্ত করার অঙ্গীকার করছি, যাতে প্রতিটি শিশুর সুযোগ এবং নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত হয়। বিকশিত ভারতের বৃহত্তর স্বপ্নের দিকে এগিয়ে চলার এই গতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।“

উল্লেখ্য, জাস্ট রাইটস ফর চিলড্রেন, যা দেশের ২৫০টিরও বেশি এনজিওর একটি বৃহত্তর নেটওয়ার্ক, পশ্চিমবঙ্গ রাজ্যে ১৪টি অংশীদার সংস্থার সঙ্গে কাজ করছে। শুধুমাত্র গত এক বছরের মধ্যে এই নেটওয়ার্ক পশ্চিমবঙ্গে ১১,৯৩৮টি বাল্যবিবাহ আটকে দিয়েছে। শিশু সুরক্ষায় কাজ করা নাগরিক সমাজ সংগঠনগুলোর মধ্যে এটি সর্ববৃহৎ নেটওয়ার্ক হিসেবে পরিচিত, এবং অংশীদারদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে গত এক বছরে দেশজুড়ে এক লক্ষেরও বেশি বাল্যবিবাহ বন্ধ করতে সক্ষম হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande