খসড়া সম্প্রচার পরিষেবা (নিয়ন্ত্রণ) বিল ২০২৩ : সরকার ব্যাপক ও বিস্তারিত পরামর্শে বিশ্বাসী, বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডঃ এল. মুরুগান
নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): খসড়া সম্প্রচার পরিষেবা (নিয়ন্ত্রণ) বিল ২০২৩ (বিএসআর বিল) ১০.১১.২০২৩ তারিখে জনসাধারণের কাছে উন্মুক্ত করা হয়েছিল। ৯.১২.২০২৩ পর্যন্ত সাধারণ জনগণ ও অংশীদারদের কাছে থেকে মতামত/পরামর্শ/মন্তব্য চাওয়া হয়েছিল। পরে এই সময়সীমা
খসড়া সম্প্রচার পরিষেবা (নিয়ন্ত্রণ) বিল ২০২৩ : সরকার ব্যাপক ও বিস্তারিত পরামর্শে বিশ্বাসী, বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডঃ এল. মুরুগান


নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): খসড়া সম্প্রচার পরিষেবা (নিয়ন্ত্রণ) বিল ২০২৩ (বিএসআর বিল) ১০.১১.২০২৩ তারিখে জনসাধারণের কাছে উন্মুক্ত করা হয়েছিল। ৯.১২.২০২৩ পর্যন্ত সাধারণ জনগণ ও অংশীদারদের কাছে থেকে মতামত/পরামর্শ/মন্তব্য চাওয়া হয়েছিল। পরে এই সময়সীমা ১৫.০১.২০২৪ পর্যন্ত বাড়ানো হয়েছিল।

মিডিয়া এবং বিনোদন শিল্প সমিতি সহ সমস্ত অংশীদারদের সঙ্গে আলোচনা ও তাদের পরামর্শের ভিত্তিতে সরকার মন্তব্যের জন্য সময়সীমা ১৫.১০.২০২৪ পর্যন্ত বাড়িয়েছিল।

সকল অংশীদারদের কাছ থেকে পাওয়া পরামর্শগুলি বিবেচনা করা হয়েছে। মন্ত্রী জানান, সরকার বিস্তৃত পরামর্শে বিশ্বাস করে।

রাজ্যসভায় সাকেত গোখলের এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান এই তথ্য জানান।

শুক্রবার এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande