বারাণসী-শক্তিনগর রাজ্য সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন, পুড়ে ছাই চালকের কেবিন
মির্জাপুর, ৫ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের মির্জাপুর জেলার আহরাউড়া থানা এলাকায় বারাণসী-শক্তিনগর রাজ্য সড়কের চিত্তবিশ্রাম মোড়ের কাছে একটি ট্রাকে শুক্রবার বিকেল ৫টা নাগাদ হঠাৎ আগুন ধরে যায়। ট্রাকের পুরো কেবিনটি পুড়ে ছাই হয়ে যায়। পথচারী এ
বারাণসী-শক্তিনগর রাজ্য সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন, পুড়ে ছাই চালকের কেবিন


মির্জাপুর, ৫ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের মির্জাপুর জেলার আহরাউড়া থানা এলাকায় বারাণসী-শক্তিনগর রাজ্য সড়কের চিত্তবিশ্রাম মোড়ের কাছে একটি ট্রাকে শুক্রবার বিকেল ৫টা নাগাদ হঠাৎ আগুন ধরে যায়। ট্রাকের পুরো কেবিনটি পুড়ে ছাই হয়ে যায়।

পথচারী এবং স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন, জল এনে আগুন নেভান। অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়, কিন্তু ততক্ষণে চালকের কেবিনটি সম্পূর্ণরূপে পুড়ে যায়। আহরাউড়ার টিকরা খারাঞ্জার বাসিন্দা মুমতাজ খানের মালিকানাধীন ট্রাকটি প্রায় এক মাস ধরে চিত্তবিশ্রামে তার অফিসের কাছে রাজ্য সড়কের পাশে পার্ক করা ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন লাগার কারণ খতিয়ে দেখছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande