
বিশালগড় (ত্রিপুরা), ৫ ডিসেম্বর (হি.স.) : গোপন সূত্রের ভিত্তিতে শুক্রবার দুপুরে সিপাহীজলা জেলার বিশালগড় থানার অফিসার, কর্মী এবং টিএসআর-এর যৌথ অভিযানে পূর্ব চম্পামুড়া রাজীব ক্লাব সংলগ্ন এলাকায় বিপুল পরিমাণ গাঁজা গাছ ধ্বংস করা হয়।
অভিযানে মোট ১০টি প্লট চিহ্নিত করা হয়েছে এবং প্রায় পাঁচ হাজার গাঁজা গাছ উচ্ছেদ করেছে পুলিশ। দূর থেকে পুরো ঘটনা দেখে গাঁজা কারবারিরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে জানা গেছে। বিশালগড় থানার ওসি বিজয় দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এই ধরনের অভিযান চলতে থাকবে নিয়মিতভাবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ