বাঁকুড়ার আদিবাসী মেয়েদের ফুটবলের পথপ্রদর্শক ভারতী
বাঁকুড়া, ৫ ডিসেম্বর (হি. স.): মেয়েদের ফুটবল খেলায় আত্মবিশ্বাস ও সাফল্য আনতে উদ্যোগী হয়েছেন এক আদিবাসী গৃহবধু। সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে তিনি স্থানীয় মেয়েদের ফুটবলের প্রশিক্ষণ দিচ্ছেন। সামাজিক রীতিনীতি মেনে ভারতী মুদি শাড়ি পরেই এই প্রশিক্ষণ কার্যক্
আদিবাসী মেয়েদের ফুটবল খেলায় সফল করতে উদ্যোগী গৃহবধু ভারতী


আদিবাসী মেয়েদের ফুটবল খেলায় সফল করতে উদ্যোগী গৃহবধু ভারতী


বাঁকুড়া, ৫ ডিসেম্বর (হি. স.): মেয়েদের ফুটবল খেলায় আত্মবিশ্বাস ও সাফল্য আনতে উদ্যোগী হয়েছেন এক আদিবাসী গৃহবধু। সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে তিনি স্থানীয় মেয়েদের ফুটবলের প্রশিক্ষণ দিচ্ছেন। সামাজিক রীতিনীতি মেনে ভারতী মুদি শাড়ি পরেই এই প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

ভারতী দেবীর কথায়, ছোটবেলা থেকেই তাঁর ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু মেয়ে হওয়ায় সে পূর্ণ করতে পারেননি। তাই তিনি এবার অন্য আদিবাসী মেয়েদের সেই স্বপ্ন পূরণে সাহায্য করতে চাইছেন। তাঁর নেতৃত্বে আজ রাজ্যস্তরে এক ডজনের বেশি মেয়ে খেলেছেন ফুটবল এবং কেউ কেউ চাকরিতেও সুযোগ পেয়েছেন।

ভারতী নিজেও তাঁর মেয়েকে এই প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করেছেন। আজ তাঁর মেয়ে একজন সফল রেফারি। প্রশিক্ষণপ্রাপ্ত মেয়েরা জানাচ্ছেন, প্রথমে বাড়ি থেকে বাধার মুখে পড়তে হয়েছে, কিন্তু এখন তাঁরা খেলাধুলায় অংশ নিয়ে আনন্দিত ও গর্বিত। রাজ্যের বিভিন্ন জায়গায় তারা ফুটবল খেলেছেন এবং যথেষ্ট সমর্থন ও সম্মানও পেয়েছেন।

তবে ভারতী দেবীর আক্ষেপ, মেয়েদের ফুটবল নিয়ে এখনও সমাজে কিছু অনীহা ও বাধা রয়েছে। অধিকাংশ আদিবাসী মেয়ের অল্পবয়সে বিয়ে হয়ে যায়। তবু তিনি হাল ছাড়েননি। বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে মেয়েদের খেলার প্রতি উৎসাহিত করছেন, যাতে তাঁরা সাহস ও সুযোগের সঙ্গে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande