কলকাতাতেও বহু উড়ান বাতিল ইন্ডিগোর
কলকাতা, ৫ ডিসেম্বর (হি.স.): গত দু''দিনের তুলনায় ইন্ডিগোর উড়ানের সমস্যা আরও বেশি ভয়াবহ আকার নিয়েছে শুক্রবার। দিল্লির মতো এ বার কলকাতা বিমানবন্দর থেকেও পর পর উড়ান বাতিল হচ্ছে ওই সংস্থার। এদিন সন্ধ্যা পর্যন্ত ইন্ডিগোর ৪৭টি উড়ান কলকাতা বিমানবন্দর থেকে
কলকাতাতেও বহু উড়ান বাতিল ইন্ডিগোর


কলকাতা, ৫ ডিসেম্বর (হি.স.): গত দু'দিনের তুলনায় ইন্ডিগোর উড়ানের সমস্যা আরও বেশি ভয়াবহ আকার নিয়েছে শুক্রবার। দিল্লির মতো এ বার কলকাতা বিমানবন্দর থেকেও পর পর উড়ান বাতিল হচ্ছে ওই সংস্থার। এদিন সন্ধ্যা পর্যন্ত ইন্ডিগোর ৪৭টি উড়ান কলকাতা বিমানবন্দর থেকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে। ওই সব উড়ানের মধ্যে মুম্বই, চেন্নাই, দিল্লি, বাগডোগরা, আইজল, পটনা, হায়দরাবাদ-সহ সারা দেশের বিভিন্ন গন্তব্যের উড়ান রয়েছে।

ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের (ডিজিসিএ) তরফে বিমানের সুরক্ষার বিষয়টি বিবেচনা করে পাইলট এবং ক্রু মেম্বারদের ডিউটির অতিরিক্ত সময় কমানোর জন্য এফডিটিএল সংশোধন করা হয়। সেই সংশোধনে বলা হয়, একজন বিমানকর্মী দিনে ৮ ঘণ্টা এবং সপ্তাহে ৩৫ ঘণ্টা কাজ করবে। সূত্রের খবর, এই নিয়ম কার্যকর করতে গিয়েই ফ্যাসাদে পড়েছে ইন্ডিগো। কেননা এমনিতেই কর্মীসংকটে ভুগছে সংস্থাটি। এরই মধ্যে বিবৃতি দিয়ে ইন্ডিগো জানায়, প্রতিকূল আবহাওয়া, প্রযুক্তিগত ত্রুটি, বিমানকর্মীদের সংশোধিত কাজের সময়সূচি অর্থাৎ ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন (এফডিটিএল) সহ একাধিক কারণে এমন সমস্যা দেখা দিয়েছে। সমস্যা মেটাতে কাজ চলছে বলেও সংস্থার তরফে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande