ঋষি অরবিন্দের প্রয়াণদিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধা
কলকাতা, ৫ ডিসেম্বর (হি.স.): “মহাযোগী, দার্শনিক এবং স্বাধীনতা সংগ্রামী শ্রী অরবিন্দ ঘোষের প্রয়াণ দিবস-এ তাঁকে জানাই আমার প্রণাম।” শুক্রবার এভাবে ঋষি অরবিন্দকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুক্রবার এক্সবার্তায় লিখ
মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ৫ ডিসেম্বর (হি.স.): “মহাযোগী, দার্শনিক এবং স্বাধীনতা সংগ্রামী শ্রী অরবিন্দ ঘোষের প্রয়াণ দিবস-এ তাঁকে জানাই আমার প্রণাম।” শুক্রবার এভাবে ঋষি অরবিন্দকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী শুক্রবার এক্সবার্তায় লিখেছেন, “ভারতের স্বাধীনতা সংগ্রাম ও আধ্যাত্মিক ইতিহাসে ঋষি অরবিন্দ এক অবিস্মরণীয় জ্যোতিষ্ক। তাঁর জীবন ও তাঁর দেওয়া অমূল্য শিক্ষা আমাদের পাথেয়।”

প্রসঙ্গত, শ্রীঅরবিন্দ (অরবিন্দ অ্যাক্রয়েড ঘোষ; ১৫ অগস্ট ১৮৭২ – ৫ ডিসেম্বর ১৯৫০) ছিলেন দার্শনিক, যোগী, কবি ও

জাতীয়তাবাদী। সাংবাদিক হিসেবে তিনি ‘বন্দে মাতরম্‌’ প্রভৃতি সংবাদপত্র সম্পাদনা করেন। তিনি ভারতকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের

হাত থেকে মুক্ত করার জন্য স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। ১৯১০ সাল পর্যন্ত তিনি ছিলেন স্বাধীনতা আন্দোলনের এক প্রভাবশালী নেতা। তারপর তিনি এক আধ্যাত্মিক সংস্কারকে পরিণত হন এবং মানব-প্রগতি ও আধ্যাত্মিক বিবর্তনের ক্ষেত্রে নিজস্ব দৃষ্টিভঙ্গির কথা প্রচার করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande