
কলকাতা, ৫ ডিসেম্বর (হি.স.): রবিবার মেট্রোর সময়সূচিতে বদল। ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য মেট্রোর সময় পরিবর্তন করা হয়েছে।
পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বলেই জানা গিয়েছে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ব্লু লাইনে রবিবার সাধারণত অন্যান্য দিনের তুলনায় কিছুটা দেরিতে মেট্রো পরিষেবা শুরু হয়। তবে আগামী রবিবার ওই রুটে ডাউন এবং আপ লাইনে ৬৮টি করে মোট ১৩৬টি মেট্রো চলবে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে সকাল ৯টার পরিবর্তে ৮টায় শুরু হবে মেট্রো পরিষেবা।
আবার শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে সকাল ৯টা ৪ মিনিটে শুরু হবে মেট্রো পরিষেবা। এই রুটে অবশ্য শেষ মেট্রোর সময়সূচিতে কোনও বদল হবে না। রাত সাড়ে ৯টায় শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে।
দক্ষিণেশ্বর থেকে রাত ৯টা ৩৩ মিনিটে শহিদ ক্ষুদিরামগামী মেট্রো ছাড়বে। শহিদ ক্ষুদিরাম থেকে দমদমের শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ৪৩ মিনিটে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত