
শিলিগুড়ি, ৫ ডিসেম্বর (হি.স.) : শিলিগুড়ির খারিবাড়ির পানিট্যাঙ্কি ফ্লাইওভার এলাকায় মাদক পাচারের অভিযোগে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা সুরজিৎ সাহাকে গ্রেফতার করেছে সশস্ত্র সীমা বল (এসএসবি)।
বৃহস্পতিবার, এসএসবি একটি সূত্র থেকে তথ্য পায় যে এক যুবক মরফিনের পাচারের প্রস্তুতি নিচ্ছে। তাৎক্ষণিকভাবে এসএসবি ঘটনাস্থলে পৌঁছে সুরজিৎ সাহাকে গ্রেফতার করে। তদন্ত চলাকালীন, তার কাছ থেকে ১০২ গ্রাম মরফিন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য লক্ষ লক্ষ টাকা। শুক্রবার খারিবাড়ি থানায় অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। খারিবাড়ি থানার পুলিশ জানিয়েছে, ধৃত সুরজিৎ সাহা নকশালবাড়ি কলেজে তৃণমূল ছাত্র পরিষদের সাথে যুক্ত ছিলেন। পড়াশোনা শেষ করার পরেও তাকে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকটি অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখা গেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি