
গুনা, ৫ ডিসেম্বর (হি.স.): লখনউ থেকে ইন্দোরগামী বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা। মধ্যপ্রদেশের গুনা জেলার বিনাগঞ্জ থানা এলাকায় শুক্রবার ঘটনাটি ঘটেছে। লখনউ থেকে ইন্দোর যাচ্ছিল বাসটি। বিনাগঞ্জ এলাকায় হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় এক যাত্রী প্রাণ হারিয়েছেন। আহত আরও ১৬ জন যাত্রী । এক পুলিশ আধিকারিক জানান , আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় ভোপালে স্থানান্তর করা হয়েছে। বাকি আহতদের জেলা হাসপাতালে চিকিৎসা চলেছে।
তিনি আরও জানান , বাস দুর্ঘটনা তৎক্ষণাৎ স্থানীয়দের নজরে আসে, তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মৃত যাত্রীর দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য