“আল্লা যাদের সঙ্গে থাকেন, মানুষও তাঁদের সঙ্গ দেয়”, আইনি সায় পেয়ে উজ্জীবিত হুমায়ুন
মুর্শিদাবাদ, ৫ ডিসেম্বর, (হি.স.): মসজিদ নির্মাণকে কেন্দ্র করে মুর্শিদাবাদের বেলেডাঙায় গত কয়েক দিন ধরে যে জটিলতা তৈরি হয়েছিল, তা কার্যত কাটাল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের এই রায়ের পরই হুমায়ুন কবীরের প্রতিক্রিয়া তাৎপর্যপূর্ণ। নিরাপত্তা নিয়ে আশঙ্কা প
“আল্লা যাদের সঙ্গে থাকেন, মানুষও তাঁদের সঙ্গ দেয়”, আইনি সায় পেয়ে উজ্জীবিত হুমায়ুন


মুর্শিদাবাদ, ৫ ডিসেম্বর, (হি.স.): মসজিদ নির্মাণকে কেন্দ্র করে মুর্শিদাবাদের বেলেডাঙায় গত কয়েক দিন ধরে যে জটিলতা তৈরি হয়েছিল, তা কার্যত কাটাল কলকাতা হাইকোর্ট।

হাইকোর্টের এই রায়ের পরই হুমায়ুন কবীরের প্রতিক্রিয়া তাৎপর্যপূর্ণ। নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশকারী মহলের উদ্দেশে তাঁর মন্তব্য, “আল্লা আমার সঙ্গে আছেন। আল্লা যাদের সঙ্গে থাকেন, মানুষও তাঁদের সঙ্গ দেয়।”

নিজের অবস্থানে অটল হুমায়ুন বলেন, “গত বছরের ১২ ডিসেম্বরই মসজিদ নির্মাণের ঘোষণা করেছিলাম। বহু বাধা, বহু বিতর্কের পর অবশেষে সেই ঘোষণা বাস্তবায়িত হতে চলেছে। আদালত জানিয়েছে, কোনও বেআইনি কাজ করছি না।”

তিনি জানান, ৬ ডিসেম্বর ইসলাম ধর্মের কাছেও বিশেষ তাৎপর্যপূর্ণ দিন, কারণ সেদিন কোরাণের ১৪৫০ বছর পূর্তি। সেই দিনেই হবে শিলান্যাস, তাই তাঁর মতে এটি ধর্মীয় এবং ঐতিহাসিক—দু’দিক থেকেই তাৎপর্যপূর্ণ।

হাইকোর্টের রায়ের পর এবার দায়িত্ব বাড়ল প্রশাসনের। ৬ ডিসেম্বর যাতে কোনও অশান্তি বা উত্তেজনা না ছড়ায়, তা নিশ্চিত করতেই প্রস্তুত হতে হবে পুলিশ-প্রশাসনকে। আদালতের বার্তা একটাই—অনুষ্ঠান চলবে, সমাজে শান্তিও বজায় রাখতে হবে।

প্রসঙ্গত, সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর ঘোষিত মসজিদের শিলান্যাসে কোনও বাধা নয়, বরং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় নিরাপত্তার দায়িত্ব রাজ্যের প্রশাসনকেই নিতে হবে বলে স্পষ্ট নির্দেশ দিয়েছে আদালত।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande