অনলাইনে লাইফ সার্টিফিকেট ভরার ফাঁদে পড়ে ১০ লক্ষ টাকা খোয়ালেন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মী
দুর্গাপুর, ৫ ডিসেম্বর (হি.স.): অনলাইনে লাইফ সার্টিফিকেট ফিল-আপের প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে ১০ লক্ষ টাকা খোয়ালেন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত কর্মী দেবাশীষ সরকার। প্রতারণার শিকার হয়ে কার্যত পথে বসেছেন দুর্গাপুর কোকওভেন থানার নডিহা দক
অনলাইনে লাইফ সার্টিফিকেট ভরার ফাঁদে পড়ে ১০ লক্ষ টাকা খোয়ালেন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মী


দুর্গাপুর, ৫ ডিসেম্বর (হি.স.): অনলাইনে লাইফ সার্টিফিকেট ফিল-আপের প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে ১০ লক্ষ টাকা খোয়ালেন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত কর্মী দেবাশীষ সরকার। প্রতারণার শিকার হয়ে কার্যত পথে বসেছেন দুর্গাপুর কোকওভেন থানার নডিহা দক্ষিণায়নের বাসিন্দা ওই প্রবীণ ব্যাঙ্ককর্মী। প্রায় দু’মাস ধরে সুবিচারের আশায় পুলিশের দফতরে দফতরে ঘুরছেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, দেবাশীষ সরকার ২০২১ সালে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে অবসর নেন। জীবনের কষ্টার্জিত সঞ্চয় নিরাপদে রাখতেই তাঁর পরিকল্পনা ছিল। অভিযোগ অনুযায়ী, গত ২৩ অক্টোবর তাঁর মোবাইলে একটি লিংক আসে, যাতে তাঁর প্রাক্তন কর্মস্থল ব্যাঙ্কের লোগো দেওয়া ছিল। ফোনে জানানো হয়, অনলাইনে লাইফ সার্টিফিকেট ও অন্যান্য নথি আপলোড করতে চাইলে ওই সাইট “নিরাপদ”।

দেবাশীষবাবু জানান, নিজের ব্যাঙ্কের লোগো দেখে বিশ্বাস করে ফর্ম ফিল-আপ করা শুরু করি। এরপরই ফোন আসে, বলা হয় খুব তাড়াতাড়ি প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। তারপরই দুটি ধাপে পাঁচ লক্ষ করে মোট ১০ লক্ষ টাকা উধাও হয়ে যায়। প্রথমে বিশ্বাস করতে পারিনি… পরে বুঝলাম সব শেষ।”

তিনি আরও জানান, প্রতারকদের অ্যাকাউন্ট নম্বর, টাকা কোন কোন ব্রাঞ্চ থেকে উঠেছে—সব তথ্যই তিনি কোকওভেন থানায় লিখিত অভিযোগে জমা দিয়েছেন। অভিযোগ দায়েরের প্রায় দু’মাস কেটে গেলেও এখনও টাকা উদ্ধার বা অভিযুক্তদের চিহ্নিত করা যায়নি বলে দাবি তাঁর। ফলে মানসিক দুশ্চিন্তা বাড়ছে।

দেবাশীষবাবু বলেন, আমি একজন সাইবার প্রতারণার শিকার। পুলিশ যেন দ্রুত দোষীদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করে।” পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande