লালকেল্লা বিস্ফোরণ মামলায় শ্রীনগরে এনআইএ’র তল্লাশি
শ্রীনগর, ৫ ডিসেম্বর (হি.স.) : লালকেল্লা বিস্ফোরণ মামলার তদন্তে আরও অগ্রগতি। শুক্রবার শ্রীনগরের বাটমালু এলাকায় এক এয়ার–কন্ডিশনিং টেকনিশিয়ানের বাড়িতে তল্লাশি চালাল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ )। ওই টেকনিশিয়ানকে পূর্বেই এই মামলায় সন্দেহভাজন হিসেবে গ
লালকেল্লা বিস্ফোরণ মামলায় শ্রীনগরে এনআইএ’র তল্লাশি


শ্রীনগর, ৫ ডিসেম্বর (হি.স.) : লালকেল্লা বিস্ফোরণ মামলার তদন্তে আরও অগ্রগতি। শুক্রবার শ্রীনগরের বাটমালু এলাকায় এক এয়ার–কন্ডিশনিং টেকনিশিয়ানের বাড়িতে তল্লাশি চালাল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ )। ওই টেকনিশিয়ানকে পূর্বেই এই মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এনআইএ -র এক আধিকারিক জানান , ধৃত তুফায়েল নিয়াজ ভাটের ছেলের সঙ্গে হামলাকারী ড. উমর ফারুকের যোগাযোগ ও অস্ত্র জোগান সংক্রান্ত যোগসূত্র খতিয়ে দেখতে এনআইএ পুরো বাড়ি তল্লাশি করে। এটি ফলো–আপ তদন্তের অংশ বলেই জানিয়েছেন আধিকারিকরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande