এসআইআর, সময়সীমা আরও বাড়ানোর ইঙ্গিত দিল কমিশন
কলকাতা, ৫ ডিসেম্বর (হি.স.): পরিস্থিতি বিবেচনা করে আগেই এসআইআর-এর সময়সীমা বাড়িয়েছে জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার ১২ রাজ্যে সিইওদের সঙ্গে বৈঠকে প্রয়োজনে আবারও সময়সীমা বাড়ানোর ইঙ্গিত দিল কমিশন। অক্টোবরের শেষভাগে জাতীয় নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গ-
এসআইআর, সময়সীমা আরও বাড়ানোর ইঙ্গিত দিল কমিশন


কলকাতা, ৫ ডিসেম্বর (হি.স.): পরিস্থিতি বিবেচনা করে আগেই এসআইআর-এর সময়সীমা বাড়িয়েছে জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার ১২ রাজ্যে সিইওদের সঙ্গে বৈঠকে প্রয়োজনে আবারও সময়সীমা বাড়ানোর ইঙ্গিত দিল কমিশন।

অক্টোবরের শেষভাগে জাতীয় নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গ-সহ মোট ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা করেছে। কাজ চলছে জোর কদমে। তবে প্রথমে খুব অল্প সময় বেঁধে দেওয়া হয়েছিল কাজ শেষ করার জন্য। ফলে প্রবল বিপাকে পড়েন বিএলওরা। যদিও পরবর্তীতে বাড়ানো হয় সময়সীমা।

এরই মাঝে শুক্রবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন এসআইআর-এর প্রক্রিয়া চলা মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সিইও-রা। ভারচুয়াল বৈঠকে কমিশন সিইও-দের জানায়, যদি এসআইআর-এর কাজের জন্য সময়সীমা বাড়াতে হয়, তাহলে সংশ্লিষ্ট রাজ্যের সিইও দফতর যেন নির্বাচন কমিশনের কাছে বিষয়টির সুপারিশ করে। নির্বাচন কমিশন খতিয়ে দেখে তারপর সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেবে। অর্থাৎ বাড়তেও পারে সময়সীমা।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande