
মালদা, ৫ ডিসেম্বর, (হি.স.): দেশে ফিরলেন অন্তঃসত্ত্বা সোনালি বিবি ও তাঁর নাবালক পুত্র৷ শুক্রবার সন্ধ্যায় মালদার মহদিপুরে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে তাঁরা ভারতে প্রবেশ করেন৷ বিএসএফ জওয়ানদের নিরাপত্তায় দেশে ফিরলেন সোনালিরা৷ তাঁর সঙ্গে সংবাদমাধ্যমকে কথা বলতে দেওয়া হয়নি৷
গত সোমবার সুপ্রিম কোর্ট কেন্দ্রের মোদী সরকারকে নির্দেশ দিয়েছিল, মানবিকতার খাতিরে অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে ভারতে নিয়ে আসতে হবে৷ বিজেপি সরকারও আদালতে জানায়, সোনালিকে ফিরিয়ে আনা হবে৷ যদিও শীর্ষ আদালতে কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জোর দিয়ে দাবি করেন, সোনালি বিবিরা বাংলাদেশি৷ সোনালি বিবি ফিরলেও তাঁর স্বামী ও বাকিরা কবে ভারতে ফিরতে পারবেন, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে ৷
এদিন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ বলেন, “আজ অন্তঃসত্ত্বা সোনালি খাতুনকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে ৷ দিল্লিতে থাকাকালীন শুধু বাংলা ভাষায় কথা বলার জন্য তাঁকে বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছিল৷ আজ সীমান্তে ছ’জনকে নিয়ে আসা হয়েছিল৷ তাঁরা প্রত্যেকেই পশ্চিমবঙ্গের নাগরিক৷ কিন্তু গেট থেকে ছাড়া হয়েছে সোনালি খাতুন ও তাঁর সন্তানকে৷
জেলা পরিষদের সভাধিপতির প্রশ্ন, বাকি চারজনকে ছাড়া হল না কেন? গেটে ভারতের ডেপুটি হাইকমিশনার ছিলেন৷ তাঁকে প্রশ্ন করা হলেও তিনি কোনও উত্তর না দিয়ে চলে যান৷ বাকি চারজন কবে দেশে ফিরবেন জানি না৷”
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত