
লখনউ, ৫ ডিসেম্বর (হি.স.): বিয়ে হচ্ছে না বলে এক যুবককে নিয়ে ঠাট্টার জেরে প্রাণ খোয়ালেন এক বৃদ্ধ। শুক্রবার উত্তর প্রদেশের চন্দৌলিতে ঘটনাটি ঘটেছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ৩০ বছরের ধৃত যুবকের নাম ব্রিজেশ যাদব। শুক্রবার সকালে প্রতিদিনের মতো প্রাতভ্রমণে বেরিয়েছিলেন ৬২ বছরের উমাশঙ্কর মৌর্য। ব্রিজেশকে দেখে ঠাট্টা শুরু করেন তিনি। প্রথমে চুপ থাকলেও পরে মেজাজ হারায় ব্রিজেশ। বৃদ্ধকে বেধড়ক মারধর করে সে পালায়। মৃত্যু হয় উমাশঙ্করের।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ