
আগরতলা, ৫ ডিসেম্বর (হি.স.) : আগামী তিন মাসের মধ্যেই পরিষেবা চালু করতে চলেছে আগরতলার নতুন সিটি হাসপাতাল। শুক্রবার নির্মাণস্থল পরিদর্শনে এসে এই কথা জানান আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
মেয়র জানান, রাজধানীর প্রধান রেফারেল হাসপাতাল এজিএমসি-জিবিপি হাসপাতাল এবং আইজিএম হাসপাতাল ক্রমবর্ধমান রোগীর চাপে জর্জরিত। সেই চাপ কমাতেই রাজ্য সরকার আগরতলা পুর নিগমের জ্যাকসন গেট লাগোয়া পূর্বতন কার্যালয় চত্বরে নতুন এই সিটি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে।
এদিন পরিদর্শনে মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দফতরের সচিব কিরণ গিত্যে, আগরতলা পুর নিগমের কমিশনার, স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্য আধিকারিকরা। তাঁরা নির্মাণের অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করেন এবং ঠিকাদার সংস্থার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন।
মেয়র জানান, দ্রুতগতিতেই এগুচ্ছে নির্মাণকাজ। সবকিছু পরিকল্পনামাফিক চললে আগামী তিন মাসের মধ্যেই হাসপাতালের পরিষেবা চালু করা সম্ভব হবে। হাসপাতালের ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্বে থাকবে আগরতলা পুর নিগম।
প্রসঙ্গত, সিটি হাসপাতাল নির্মাণের জন্য প্রাথমিকভাবে ১০০ কোটি টাকা বাজেট ধার্য ছিল। পরিবর্তিত পরিস্থিতিতে এই ব্যয় কিছুটা বাড়ছে বলে জানা গেছে। ফেব্রুয়ারি মাস থেকেই হাসপাতালের যন্ত্রপাতি স্থাপনের কাজ শুরু হবে বলে সরকারি সূত্রে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ