
আগরতলা, ৫ ডিসেম্বর (হি.স.) : দেশের অর্থ দেশের মধ্যেই রাখার লক্ষ্য সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে নেওয়া “হর ঘর স্বদেশী, ঘর ঘর স্বদেশী” স্লোগানকে কেন্দ্র করে আগরতলায় মহারাজগঞ্জ বাজারে স্বদেশী অভিযান অনুষ্ঠিত হয়। শুক্রবার বিজেপি-এর ৮ টাউন বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে এই অভিযান সংগঠিত হয়।
আত্মনির্ভর ভারতের স্বপ্ন বাস্তবায়নে দেশবাসীকে স্বদেশী পণ্যের প্রতি উৎসাহিত করতেই এই উদ্যোগ। এ উপলক্ষ্যে গত এক পক্ষকাল ধরে সারাদেশে বিভিন্ন স্থানে স্বদেশী অভিযান চালানো হচ্ছে। তারই অঙ্গ হিসেবে শুক্রবার মহারাজগঞ্জ বাজারে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন বিজেপির সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, ৮ টাউন বড়দোয়ালি মণ্ডল সভাপতি শ্যামল দে সহ বহু কর্মী-সমর্থক। তারা বাজারের বিভিন্ন দোকানে স্বদেশী অভিযানের স্টিকার সাঁটান এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে স্বদেশী পণ্য ব্যবহারের গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন।
বিজেপির জেলা সভাপতি অসীম ভট্টাচার্য জানান, “আত্মনির্ভর ভারত গড়তে হলে স্বদেশী পণ্যের ব্যবহার বাড়াতে হবে। লক্ষ্য রাখতে হবে দেশের সম্পদ যাতে বিদেশে না যায়। প্রধানমন্ত্রীর এই ভাবনাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই এই কর্মসূচির আয়োজন।”
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ