একাধিক কেন্দ্রীয় বিলের বিরুদ্ধে সোমবার আগরতলায় কংগ্রেসের বিক্ষোভ মিছিল
আগরতলা, ৫ ডিসেম্বর (হি.স.) : কেন্দ্রের প্রস্তাবিত বীজ বিল ২০২৫ এবং বিদ্যুৎ বিল ২০২৫–এর বিরুদ্ধে আগামী সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল সংগঠিত করবে প্রদেশ কংগ্রেস। মিছিল থেকে দুটি বিলের খসড়া পুড়িয়ে প্রতীকী প্রতিবাদ জানানো হবে। শুক্রবার কংগ্রেস ভবনে
কংগ্রেসের সাংবাদিক সম্মেলন


আগরতলা, ৫ ডিসেম্বর (হি.স.) : কেন্দ্রের প্রস্তাবিত বীজ বিল ২০২৫ এবং বিদ্যুৎ বিল ২০২৫–এর বিরুদ্ধে আগামী সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল সংগঠিত করবে প্রদেশ কংগ্রেস। মিছিল থেকে দুটি বিলের খসড়া পুড়িয়ে প্রতীকী প্রতিবাদ জানানো হবে। শুক্রবার কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা জানান প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী।

তিনি অভিযোগ করেন, সংসদের চলতি শীতকালীন অধিবেশনে কেন্দ্রের বিজেপি সরকার একাধিক বিল পাস করানোর উদ্যোগ নিয়েছে, যার মধ্যে পারমাণবিক শক্তি বিল, উচ্চ শিক্ষা কমিশন গঠনের বিল, বীমা ক্ষেত্রে ১০০ শতাংশ বিদেশি-বেসরকারি বিনিয়োগের সুযোগ, বীজ বিল ও বিদ্যুৎ বিল উল্লেখযোগ্য। প্রবীর চক্রবর্তীর দাবি, বীজ বিল ২০২৫ এবং বিদ্যুৎ বিল ২০২৫ সম্পূর্ণরূপে কৃষক ও সাধারণ মানুষের স্বার্থবিরোধী।

কংগ্রেস মুখপাত্র বলেন, এই আইন দু’টি কার্যকর হলে ছোট কৃষকদের অধিকার কর্পোরেটদের নিয়ন্ত্রণে চলে যাবে। বীজ উৎপাদন থেকে শুরু করে কৃষি নির্ভরতা সম্পূর্ণরূপে বেসরকারি সংস্থার উপর নির্ভরশীল হয়ে পড়বে কৃষকরা। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, এতে কৃষকদের ওপর লুন্ঠন আরও বাড়বে।

বিদ্যুৎ বিল ২০২৫–এর প্রসঙ্গে প্রবীর চক্রবর্তী জানান, খসড়া অনুযায়ী দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার সরকারি নিয়ন্ত্রণ কমিয়ে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। এর ফলে বিদ্যুৎ বিল আরও বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের আর্থিক বোঝা বাড়বে বলে অভিযোগ করেন তিনি।

এদিন ধর্মীয় মেরুকরণ প্রসঙ্গেও ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস মুখপাত্র। তাঁর অভিযোগ, দেশে পরিকল্পিতভাবে ধর্মীয় উন্মাদনা তৈরি করে উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্র গঠনের চেষ্টা চলছে, যার ফলে সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করা হচ্ছে। প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগামী সোমবারের বিক্ষোভ মিছিলে জনসমর্থনের আহ্বান জানান প্রবীর চক্রবর্তী।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande