
আগরতলা, ৫ ডিসেম্বর (হি.স.) : গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে আগামী অর্থবছর থেকে সমবায় দফতরে একাধিক নতুন প্রকল্প ও সুবিধা যুক্ত করা হবে বলে জানালেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। শুক্রবার সুকান্ত একাডেমির প্রেক্ষাগৃহে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ কনজিউমার্স ফেডারেশন লিমিটেড-এর বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তিনি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। বিশেষ অতিথি ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন সমবায় দফতরের সচিব তাপস রায়, ফেডারেশনের চেয়ারম্যান টুটন দাসসহ অন্যান্যরা। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা।
মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান, রাজ্যের প্রতিটি ল্যাম্পস এবং প্যাক্স-কে কম্পিউটার প্রদান করা হবে। দফতরগুলির পূর্ণ কম্পিউটারাইজেশন এবং ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার সাথে যুক্ত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। প্রতি মাসে একবার করে প্রতিটি ল্যাম্পস ও প্যাক্সের কার্যক্রম পর্যালোচনা বৈঠক করার পরিকল্পনাও জানান তিনি।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ সমবায় ক্ষেত্রের উন্নয়নে প্রতি মাসে পাঁচ থেকে ছয়বার বৈঠক করছেন। কেন্দ্রের উদ্যোগের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যেও সমবায় দফতরের নিয়ম-নীতিতে পরিবর্তন আনা হবে এবং আগামী অর্থবছরে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প যুক্ত করা হবে।
এদিন ফেডারেশনের বিগত বছরের বার্ষিক প্রতিবেদন পেশ করা হয় এবং প্রতিবেদনকে কেন্দ্র করে বিভিন্ন বক্তা তাঁদের বক্তব্যে নানা দিক তুলে ধরেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ